তথ্যপ্রযুক্তি

রোববার শুরু হচ্ছে সিম পুনঃনিবন্ধন

মোবাইল ফোনের সিম পুনঃনিবন্ধন শুরু হচ্ছে রোববার থেকে। একই সঙ্গে যাদের সিম সঠিকভাব নিবন্ধিত রয়েছে তাদের তথ্যাদি যাচাই করতে হবে। এ কার্যক্রম চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বুধবার দুপুরে সচিবালয়ে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’ এর সঙ্গে মতবিনিময়ে  টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য জানান।তিনি বলেন, রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে রোববার তা গণমাধ্যমকে জানাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। যাদের সিম রেজিস্ট্রেশন করা আছে তাদেরও যাচাই করে দেখতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা আছে কি না। তারা যদি যাচাই না করে তাদের সিমও সাময়িক বন্ধ করা হবে। এরপর চূড়ান্তভাবে সিম বন্ধ করা হবে।উল্লেখ্য, বিটিআরসির হিসাব অনুসারে, গত জুলাই পর্যন্ত দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ।এসএইচএস/আরআইপি

Advertisement