বিনোদন

চ্যানেল আইতে সেরা নির্মাতাদের ১০ টেলিছবি

ঈদুল আজহার অনুষ্ঠানমালায় চ্যানেল আই সাজতে চলেছে বর্ণিল আয়োজনে। এ ধারাবাহিকতায় জনপ্রিয় নির্মাতাদের নির্মাণে বিভিন্ন টেলিছবি প্রচার করবে চ্যানেলটি। ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠদিন পর্যন্ত প্রচার হবে ১০টি টেলিছবি।তারমধ্যে ঈদের দিন দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘বঙ্গত’। রচনা ও পরিচালনা রাজিব হাসান। অভিনয়ে মৌসুমী হামিদ, সাজ্জা, প্রণব, সোহেল খান প্রমুখ।ঈদের দ্বিতীয় দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘বাতাসের মানুষ’। ফিদিয়া কামালের রচনায় এটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, শবনম ফারিয়া, আরফান নিশো প্রমুখ।ঈদের তৃতীয় দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘ওভারট্রাম্প’।  ফারুক হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয়ে মৌ, সজল, ফারিয়া প্রমুখ। টেলিছবি ‘বাগানবাড়ি রহস্য’ প্রচার হবে একইদিনের বিকেল ৪টা ৩০ মিনিটে। রচনা আনিসুল হক ও পরিচালনা করেছেন তাহের শিপন। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া, তৌসিফ, অপর্ণা, অবাক ও মুনিরা মিঠু প্রমুখ।ঈদের চতুর্থ দিন ‘ফেলে আসা লাল গোলাপ’ টেলিছবিটি প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে। ইমদাদুল হক মিলনের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, জিতু আহসান, চন্দ্রমনি প্রমুখ। একইদিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘মানুষ হতে সাবধান’। রচনা ও পরিচালনা ইফতেখার আহমেদ ফাহমি। এ টেলিফিল্মে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাদিয়া, আখম হাসান প্রমুখ।ঈদের পঞ্চম দিন গোলাম রাব্বানীর রচনা ও ইউসুফ চৌধুরীর পরিচালনায় ‘ভালোবাসার ২০ বছর’ টেলিছবিটি দেখানো হবে বিকেল ২টা ৩৫ মিনিটে। এতে অভিনয় করেছেন চলচ্চিত্র তারকা মৌসুমী, ওমর সানী প্রমুখ।ওইদিনের বিকেল ৪টা ৩০ মিনিটে আরিফ রহমানের রচনা ও পরিচালনায় ‘হাংগামা’ টেলিছবি দেখানো হবে। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, ইভানা, মিথিলা, নীলা প্রমুখ।ঈদের ৬ষ্ঠ দিন গীতালি হাসানের রচনা ও  ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় টেলিছবি ‘নিমন্ত্রণ রইল সবার’ দেখানো হবে বিকেল ২টা ৩৫ মিনিটে। অভিনয়ে মেহজাবীন, সাজ্জাদ, সোহেল খান প্রমুখ।টেলিছবি ‘মধ্যরাতের ঐরাবত’। রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। প্রচার হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। অভিনয় শিল্পীরা হলেন তারিক আনাম খান, রিচি সোলায়মান প্রমুখ।এলএ/আরআইপি

Advertisement