দেশজুড়ে

একদিনের বেতন দিয়ে ভিক্ষুকদের ভ্যানগাড়ি দিলেন তারা

ঢাকার ধামরাই উপজেলা কর্মকর্তাদের একদিনের বেতন দিয়ে ভিক্ষুকদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করেছেন। মঙ্গলবার উপজেলা চত্বরের মাঠে ভিক্ষুকমুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে ভিক্ষুকের মাঝে ১০টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়।

Advertisement

এর আগে সকালে ধামরাইয়ের হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, নারী নির্যাতন ও বাল্যবিয়ে’ বিরোধী শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার, পৌর মেয়র গোলাম কবির মোল্লা ও ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা প্রমুখ। বিকেলে ভিক্ষুকদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

ধামরাই উপজেলার সমাজসেবা কর্মকর্তা শিবলী জামান বলেন, উপজেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা কর্মকর্তাদের একদিনের বেতন দিয়ে একটি ফান্ড করা হয়েছিল। এ যাত্রায় সরকার আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করবে। প্রতিটি জেলায় ভিক্ষুক পুনর্বাসনের কমিটি রয়েছে। ধামরাই উপজেলায় এ কমিটির মাধ্যমে আজকে ১০ জন ভিক্ষুকের মাঝে ১০টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

Advertisement

এএম/পিআর