বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় গ্রাহকের কাছ থেকে ঘুষ গ্রহণের মাধ্যমে পাসপোর্ট করে দেয়ার প্রমাণ পায় দুদক।
Advertisement
মঙ্গলবার দুপুরে দুদকের রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদকের রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম ও সহকারী পরিচালক আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানের সময় খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকের কাছ থেকে ঘুষ গ্রহণের মাধ্যমে পাসপোর্ট করে দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় অফিসের সুইপার সুরেশ ত্রিপুরাকে একদিনের মধ্যে অন্যত্র বদলির নির্দেশ দেয়া হয়েছে।
দুদকের রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, পাসপোর্ট অফিসে আমরা অনিয়মের সত্যতা পেয়েছি। পাসপোর্ট করতে আসা অসহায় মানুষকে হয়রানি করার একাধিক অভিযোগ আছে। এসব ঘটনার আরও তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস