ক্যাম্পাস

মুখে কালো কাপড় বেঁধে ছাত্রলীগের পদবঞ্চিতদের ঘৃণা প্রকাশ

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠনে এবার মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন পদবঞ্চিতরা।

Advertisement

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন হয়। কমিটি পুনর্গঠনের দাবিতে গত ২৫ মে থেকে একই স্থানে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে আসছেন।

গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক, আন্দোলনকারীদের মুখপাত্র রাকিব হোসেন বলেন, ঘৃণা, লজ্জা ও ক্ষোভ থেকে আমরা এ কর্মসূচি পালন করেছি। আজকে আমাদের অবস্থান কর্মসূচি এক মাস একদিন হলো। কিন্তু বিতর্কিতদের নাম প্রকাশ করবে বলা হলেও এখনও করেনি। আমাদের সঙ্গে শুধু নাটকই করেনি, দেশরত্নের আদেশও অমান্য করেছে। তিনি কমিটি হওয়ার পর বিতর্কিতদের বাদ দিতে বলেছিলেন। আমরা বিতর্কিতদের বাদ দিয়ে কলঙ্ককমুক্ত ছাত্রলীগ চাই।

আরও পড়ুন>> মন চাইলেই যে কাউকে চড়-থাপ্পড় মারেন ছাত্রলীগের এ নেতা

Advertisement

নতুন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অবস্থা বিবেচনা করে আমরা আমরণ অনশন কর্মসূচির দিকে যাবো।

গত কমিটির সমাজসেবাবিষয়ক সম্পাদক রানা হামিদ বলেন, বিতর্কমুক্ত কমিটি করার জন্য ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নেত্রী (শেখ হাসিনা) বারবার নির্দেশ দেয়ার পরও কার জন্য তারা এখনও এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না, সেটা আমরা বুঝতে পারছি না।

এমএইচ/জেডএ/এমএস

Advertisement