যত শিগগিরই সম্ভব বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো বিষয়ে চীনের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
Advertisement
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠক করেন।
মিয়ানমারে ফেরত পাঠাতে রোহিঙ্গাদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের ফেরত পাঠাতে বাংলাদেশ প্রস্তত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত সম্প্রতি তার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা সংক্ষিপ্তভাবে পররাষ্ট্রমন্ত্রীকে জানান। একইসঙ্গে তিনি রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালীকরণের ওপর জোর দেন।
Advertisement
ড. মোমেন দু’দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে চুক্তি ও সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত বাস্তবায়নে চীনা রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। চীনা রাষ্ট্রদূত সব প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
জেপি/জেএইচ/পিআর