জাতীয়

ফোন করে যাচাই করুন দুদক কর্মকর্তা আসল কি-না

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে দুদকের মামলা থেকে অব্যাহতি প্রদানের মিথ্যা প্রতিশ্রুতি এক শ্রেণির প্রতারকচক্র অনৈতিকভাবে অর্থ দাবি ও কমিশনে প্রভাব বিস্তারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সব প্রতারক চক্রের সন্ধান পেলে সাধারণ জনগণকে দুদকের দু’জন কর্মকর্তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছে দুদক।

Advertisement

আজ (মঙ্গলবার) দুদকের এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা উৎসসহ বিভিন্ন উৎস হতে কমিশন অবহিত হয়েছে যে, কর্মকর্তা এমনকি কোনো কোনো ক্ষেত্রে কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম অথবা তাদের আত্মীয়-স্বজনের নাম ব্যবহার করে দেশে-বিদেশে একাধিক প্রতারক বা প্রতারকচক্র কমিশনের মামলা অথবা কমিশনের কাল্পনিক মামলা অথবা অভিযোগ অথবা কাল্পনিক অভিযোগ থেকে অব্যাহতি অথবা অভিযুক্ত করা হচ্ছে জানিয়ে টেলিফোনের মাধ্যমে অনৈতিক অর্থ দাবি করছে অথবা কমিশনে অনৈতিক প্রভাব বিস্তারের অভিপ্রায় ব্যক্ত করছে।

আবার এমনও অনেক প্রতারক রয়েছেন যারা একইভাবে কমিশনের কর্মকর্তা-কর্মচারী এমনকি কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তর বা সংস্থায় বিভিন্ন অনৈতিক তদবির করছেন। প্রতারকচক্র কোনো কোনো ক্ষেত্রে কমিশনের কর্মকর্তাদের আত্মীয়, বন্ধু কিংবা অন্য কোনো স্বজন পরিচয় দিয়ে অনৈতিক তদবির করছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন এ জাতীয় কর্মকাণ্ড বন্ধে বহুমাত্রিক ব্যবস্থা গ্রহণ করেছে। কমিশনের গোয়েন্দা তৎপরতায় গত বছরের ৭ নভেম্বর দুদকের একটি বিশেষ টিম রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থেকে প্রতারক ফয়সাল রানা ওরফে মো. ফয়েজ উদ্দিনকে গ্রেফতার করে। এ বিষয়ে রাজধানীর পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

Advertisement

এরকম আরও কয়েকজনকে আটকের কথা জানিয়ে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কমিশনের কর্মকর্তা কিংবা কমিশনের ঊর্ধ্বতন কতৃপক্ষের নাম ব্যবহার করে টেলিফোন করে বা ব্যক্তিগতভাবে নিজেকে কমিশনের কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বজন পরিচয় দিয়ে অনৈতিক কোনো বিষয়ে তদবির করে বা অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে এই টেলিফোনের সতত্য অথবা ওই ব্যক্তির পরিচয়ের নিশ্চয়তা এবং প্রতিকার পাওয়ার জন্য তাৎক্ষণিকভাবে দুদকের পরিচালক (গোয়েন্দা) মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী (মোবাইল নং- ০১৭১১-৬৪৪৬৭৫) অথবা উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্যের (মোবাইল নং-০১৭১৬-৪৬৩২৭৬) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

এমইউ/এনএফ/পিআর