শিক্ষা

দেশে মহিলা মাদরাসা ১১১৬টি : শিক্ষামন্ত্রী

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে সারাদেশে সর্বমোট ১ হাজার ১১৬টি মহিলা মাদরাসা রয়েছে। এর মধ্যে ৯৫৫টি দাখিল মাদরাসা, আলিম ১২৬টি, ফাজিল ২৬টি এবং কামিল মাদরাসা ৯টি।

Advertisement

মঙ্গলবার সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের এমপি বেগম লুৎফুন নেসা খানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

আরও পড়ুন > এবার দ্রুত শিক্ষক নিয়োগ দেয়া হবে : শিক্ষামন্ত্রী

মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম চলমান। আরও ৪টি বিভাগীয় শহরে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের কাজ চলছে। এ ছাড়া ৮টি মহিলা টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের প্রকল্প প্রস্তাব প্রণয়ন কার্যক্রম নেয়া হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রমের সঙ্গে কারিগরি শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রমের বেশকিছু বইয়ের সংগতি রয়েছে। কারিগরি শিক্ষা ক্ষেত্রে নারীবান্ধব টেকনোলজি, যেমন- আর্কিটেকচার অ্যান্ড ইনটেরিয়ার ডিজাইন, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন, কম্পিউটার টেকনোলজি, ট্যুরিজম অ্যান্ড হসপিটাল, হাউজ কিপিং, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন টেকনোলজি চালু করা হয়েছে।

এইচএস/জেডএ/জেআইএম