জাতীয়

হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, নয়াপল্টনে অভিযান

হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, নয়াপল্টনে অভিযান

হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর নয়াপল্টনে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

মঙ্গলবার বিকেল ৫টায় এ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, হজযাত্রীদের অভিযোগ- তাদের কাছ থেকে ইচ্ছামতো বিমানের টিকিটের মূল্য রাখা হচ্ছে। এমন অভিযোগে নয়াপল্টনের সিটিহার্ট মার্কেটের কয়েকটি এজেন্সিতে অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Advertisement

এআর/বিএ/জেআইএম