ক্যাম্পাস

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে ইবি

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। মঙ্গলবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ১১৬ তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Advertisement

এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। সভায় পূর্ব নির্ধারিত এজেন্ডা হিসেবে সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি ঢাকায় সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ একটি সভা করেন। সেখানে মহামান্য রাষ্ট্রপতি সকল উপাচার্যদের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে আহ্বান জানান। আমরা রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে সবার সিদ্ধান্তক্রমে একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে সম্মত হই। এছাড়াও শিক্ষার্থী এবং অভিভাবকদের আর্থিক, শারীরিক ও মানসিক দুর্ভোগের কথা বিবেচনা করা হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, সেন্ট্রাল, বিভাগীয় অথবা আঞ্চলিকভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে উপাচার্যদের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এমবিআর/জেআইএম