আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে শিশুসহ ৭ শরণার্থীর মৃত্যু

যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে সাত শরণার্থীর মৃত্যু হয়েছে। সোমবার টেক্সাসের কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যু হওয়া ওই শরণার্থীদের মধ্যে এক নারী এবং তার তিন সন্তান রয়েছেন। মেক্সিকো সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল কেন্দ্রীয় আমেরিকার ওই পরিবারটি। কিন্তু গ্রীষ্মের প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে।

Advertisement

মেক্সিকোর সীমান্ত দিয়ে প্রতি বছরই লাখ লাখ শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে শরণার্থীদের ওপর কঠোর নীতি জারি করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে শরণার্থী স্রোত কমাতে মেক্সিকোকে আরও কঠোর নীতি অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় আইনপ্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন, রোববার দক্ষিণ টেক্সাসের রিও গ্র্যান্ডে সীমান্তের কাছে টহলরত সীমান্তরক্ষী বাহিনীর নজরে আসেন মারা যাওয়া ওই শরণার্থীরা। ধারণা করা হচ্ছে, তারা কয়েকদিন আগেই মারা গেছেন।

ম্যাকঅ্যালেন থেকে ১৮ মাইল পূর্বে ওই এলাকাটিতে শরণার্থীরা তীব্র গরম আর পানি স্বল্পতার কারণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

টিটিএন/জেআইএম