আন্তর্জাতিক

৯০ কেজি ওজনের ব্যক্তির নিচে চাপা পড়ে ৬০ বছরের বৃদ্ধের মৃত্যু

মৃত্যু যে কার কখন কীভাবে আসে, তা বলা সত্যি মুশকিল। যেমন এই বৃদ্ধ কী কখনও ভেবেছিলেন যে, তার মৃত্যু এমন করুণ হবে! কারও সর্বনাশ, কারও পৌষমাস কথাটি এক্ষেত্রে বোধহয় সবচেয়ে যথাযথ। ভারতের রাজধানী নয়াদিল্লির এই ঘটনা চমকে যাওয়ার মতোই।

Advertisement

উত্তর দিল্লির সরাই রোহিল্লা এলাকায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিজের বাড়ির বাইরে একটি ঠেলাগাড়িতে ঘুমিয়ে ছিলেন। আচমকাই পার্শ্ববর্তী তিনতলা একটি ভবনের ছাদ থেকে ওই বৃদ্ধের ওপর পড়ে গেলেন এক ব্যক্তি।

পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম রবীন্দ। তার ওজন প্রায় ৯০ কেজি। তিনি যেভাবে তিনতলা থেকে পড়ে যান, তাতে বড় ধরনের ক্ষতি এমনকি প্রাণও যেতে পারতো তার। কিন্তু যা হলো তা অত্যন্ত বিস্ময়কর; রবীন্দ সামান্য চোট পেয়েছেন। কিন্তু তিনি যে ব্যক্তির ওপর পড়েছেন সেই ৬০ বছরের বৃদ্ধ মারা গেছেন।

আরও পড়ুন : জয় হনুমান বলেও বাঁচতে না পারা মুসলিম যুবককে চিকিৎসা দেয়নি পুলিশও

Advertisement

পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে রবীন্দ জানিয়েছেন, রাতে ছাদের ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তিনি। আচমকাই পা পিছলে নিচে ঠেলাগাড়ির ওপর শুয়ে থাকা এক বৃদ্ধের ওপর পড়ে যান তিনি। এতে সঙ্গে সঙ্গে মারা যান ঠেলাগাড়িতে শুয়ে থাকা ওই বৃদ্ধ।

নিহত বৃদ্ধের নাম মদন লাল। দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আচমকা প্রবল চাপে তার পাঁজরের হাড় ভেঙে গেছে। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে মারা গেছেন মদন লাল।

এসআইএস/এমকেএইচ

Advertisement