অর্থনীতি

ধারাবাহিক দরপতনে পুঁজিবাজার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজার দরপতন হয়েছে। কমেছে মূল্য সূচকও। এছাড়া হ্রাস পেয়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে চার হাজার সাতশ ৫৮, শরীয়া সূচক ডিএসইএস সাত পয়েন্ট কমে এক হাজার একশ ৬৭  ও ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার আটশ ১৫ তে অবস্থান করছে। টাকায় অংকে লেনদেন হয়েছে চার হাজার ১৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ২৯ কোটি টাকা কম। মঙ্গলবার লেনদেন হয়েছিল চারশ ৪৪ কোটি টাকা। এর ফলে এনিয়ে টানা দুই কার্যদিবস দর পতন হলো শেয়ারবাজারে।ডিএসইতে তিনশ ২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে একশ ১৩টির দাম বেড়েছে, কমেছে একশ ৭১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে আট  হাজার আটশ ৬৭ তে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১২ হাজার চারশ ৫৫ এবং সিএএসপিআই ৫৫ পয়েন্ট কমে ১৪ হাজার পাঁচশ ৭১ এ অবস্থান করছে। এদিন সিএসইতে মোট দুইশ ৬০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে একশ ৩৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯ কোটি ৬১ লাখ টাকার।এসআই/এএইচ/পিআর

Advertisement