আন্তর্জাতিক

অভিবাসীকে লাথি মারলেন সাংবাদিক (ভিডিও)

হাঙ্গেরিতে অভিবাসীকে লাথি মেরে ফেলে দিয়েছেন এক সাংবাদিক। মঙ্গলবার সার্বিয়া সীমান্তের রোজসকি গ্রামে দুইজন শরণার্থীকে লাথি মারেন ওই টিভি সাংবাদিক। পরে দেশটির এনওয়ানটিভি কর্তৃপক্ষ চাকরিচ্যুত করেছেন ওই সাংবাদিককে। খবর বিবিসি ও রয়টার্সের।  মঙ্গলবার সার্বিয়া সীমান্তের রোসজকি গ্রামে নিবন্ধনের জন্য লাইনে দাড়িয়ে ছিলেন শরণার্থীরা। এসব শরণার্থীদের মধ্যে বেশিরভাগই সিরিয়ার নাগরিক। এসময় পুলিশের ভয়ে শরণার্থীরা দ্বিগ্বিদিক ছোটাছুটি করলে হাঙ্গেরির এনওয়ানটিভির ক্যামেরাপারসন পেত্রা লাসজলো লাথি মেরে এক অভিবাসীকে ফেলে দেন। ওই অভিবাসীর কোলে একটি শিশুও ছিল। পরে ভিডিওটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে টেলিভিশন চ্যানেলটির ব্যাপক সমালোচনা শুরু হয়।  এনওয়ানটিভি জানায়, অগ্রহণযোগ্য আচরণের কারণে তাৎক্ষণিকভাবে ওই সাংবাদিকের সঙ্গে সকল চুক্তি বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে সহিংসতার কারণে চলতি বছর এক লাখ ৫০ হাজারের মতো শরণার্থী হাঙ্গেরিতে প্রবেশ করেছে। এর আগে শরণার্থীরা দেশটির কোলেতি রেল স্টেশনে পৌঁছালে তাদের বাধা দেয়া হয়। পরে সেখানে দুই দিন কাটানোর পর অস্ট্রিয়ার দিকে যেতে সহায়তা করে দেশটি।এসআইএস/পিআর

Advertisement