খেলাধুলা

কৃতিত্ব একা নিলেন না, দলকেও ভাগ করে দিলেন সাকিব

তিনি মাঠে নামলেই যেনো রেকর্ডের মেলা বসে। ব্যাট কিংবা বল- যেখানেই সুযোগ পান না কেনো, উজাড় করে দেন নিজের সেরাটা। তবুও সবসময় বলে এসেছেন ব্যক্তিগত রেকর্ডের চেয়েও দলের জয়ে অবদান রাখাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আজ (সোমবার) আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ফিফটি করার পর বল হাতেও ৫ উইকেট পেলেন সাকিব আল হাসান।

Advertisement

এই ম্যাচে নির্বাচিত হয়েছেন- ম্যান অব দ্যা ম্যাচও। বল হাতে প্রায় একাই আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছেন। তবুও সাকিব ম্যাচ জয়ের কৃতিত্ব একা নিতে রাজি নন। বরং ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পর পুরো দলকেই কৃতিত্ব দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ব্যাট হাতে মুশফিকের দারুণ ইনিংসই এমন সংগ্রহ দাঁড় করাতে অবদান রেখেছে বলেও মনে করেন সাকিব। তিনি বলেন, ‘লম্বা সময় ধরে ব্যাট করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিলো। ফিফটি করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। মুশির (মুশফিক) ইনিংসটা ছাড়া কখনও আমরা এই সংগ্রহটা দাঁড় করাতে পারতাম না।’

শুধুমাত্র মুশফিক কিংবা নিজের ব্যাটিংই নয়, বাকিদের অবদানকেও বড় করে দেখছেন সাকিব। তিনি আরো বলেন, ‘আমি ও মুশফিক ছাড়া অন্যরাও ছোট ছোট অবদান রেখেছে। সবমিলিয়ে এটা দলীয় প্রচেষ্টা ছিলো, আমরা জানতাম এটা চেজ করা সহজ হবে না। কারণ আমাদের তিনজন স্পিনার আছে।’

Advertisement

এই ম্যাচ আত্মবিশ্বাস যোগালেও সামনের ম্যাচগুলো জিততে যে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে সেটাও মনে করিয়ে দিয়েছেন সাকিব। তিনি আরো বলেন, ‘ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ খেলা আছে আমাদের। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সামর্থ্যের সর্বোচ্চটাই খেলতে হবে। কিন্তু এই জয়টাও আমাদের আত্মবিশ্বাস যোগাবে।’

এমএইচবি/আইএইচএস/