বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইতালি নাপলী আওয়ামী লীগ কাসানদ্রিনো শাখা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাপলি আওয়ামী লীগ কাসানদ্রিন শাখার নবগঠিত কার্যকর কমিটির অনুমোদন ও ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
Advertisement
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও সকল শহীদদের জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মুক্তিযোদ্ধা জুবায়ের উল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও আকবর শেখের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপলি আওয়ামী লীগের সভাপতি সাঈদ আহমেদ (নাদিম বেপারী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপলি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস উকিল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মাতুব্বর, যুব ও ক্রীড়া সম্পাদক তুষার হালদার, শ্রম বিষয়ক সম্পাদক হেমায়েত হোসাইন, কৃষি বিষয়ক সম্পাদক রাজা কাজী, নাপলি মহানগর আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার মিয়া, সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব, সানজ্জেন্নরো আওয়ামী লীগের সভাপতি মোশারফ খলিফা।
Advertisement
এ ছাড়া উপস্থিত ছিলেন মো. মামুন, আকতার হোসাইন, উজ্জ্বল মাতুব্বর, রবিউল, রাসেল ভূঁইয়া, রেজাউল শেখ, মজিবুর শেখসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এ সময় বক্তারা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে বক্তব্য দেন। প্রধান অতিথি নাদিম বেপারী বলেন, ‘আওয়ামী লীগের আমলে দেশের উন্নয়ন হয়। তাই বর্তমান বাংলাদেশের সবুজ পাসপোর্টেরও দিন দিন মূল্যায়ন বৃদ্ধি পাচ্ছে। খুব শিগগিরই ই-পাসপোর্ট সবার হাতে পৌঁছে যাবে। ইতোমধ্যে জার্মানির সাথে ই-পাসপোর্টের কাজ অব্যাহত রয়েছে।’
পরবর্তী তিন বছরের এই নবগঠিত কমিটিতে আকবর শেখ সভাপতি, নজরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, জিএম মিজানকে সাধারণ সম্পাদক, বাইজিদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক, রাসেল আকনকে দফতর সম্পাদক পদে ঘোষণা দেন নাপলি আওয়ামী লীগের সভাপতি নাদিম বেপারী।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবগঠিত কমিটির সদস্যদের দোয়া করেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু। নবনির্বাচিত সভাপতি বলেন, ‘খুব দ্রুত অভিষেকের মাধ্যমে অন্যান্য সদস্যদের পদ জানিয়ে দেয়া হবে। পরে সবার উপস্থিতিতে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
Advertisement
মোকতাদির সুমন/এমআরএম