খেলাধুলা

যে রেকর্ডে বিশ্বের একমাত্র ক্রিকেটার সাকিব

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় তিনি। ব্যাট আর বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অসংখ্য রেকর্ডও গড়েছেন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন। এবার আরও একটি জায়গায় প্রথম হলেন সাকিব আল হাসান।

Advertisement

এবার সেটা আরও বড় মঞ্চে। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রান ও ৩০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন সাকিব আল হাসান।

আজ (সোমবার) আফগানিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। আফগান অধিনায়ক গুলবাদিন নায়েবের উইকেট নেন সাকিব।

এই উইকেটের মাধ্যমেই বিশ্বকাপে ৩০ উইকেট পূর্ণ হয় তার। এরপর সেই ওভারেই আরো একটি উইকেট তুলে নেন সাকিব। যে উইকেটের মাধ্যমে বিশ্বকাপে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়ায় ৩১টিতে। প্রথম স্পেলে এসে দুর্দান্ত এক স্পেলও করেন তিনি।

Advertisement

নিজের প্রথম স্পেলে এসে পাঁচ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে তিন উইকেটে পান সাকিব আল হাসান। এর আগে ব্যাটিং করার সময়ই আজই এক হাজারের রানের মাইলফলক পূর্ণ করেন তিনি। ৫১ রানের ইনিংসে ৩৫ রান করার পর পূর্ণ হয় সাকিবের ১০০০ রান।

এমএইচবি/এসএএস