খেলাধুলা

মাঠে নামতে পারবেন না মাহমুদউল্লাহ

এমনিতেই কাধের ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে বল করতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (সোমবার) আবার আফগানিস্তনের বিপক্ষে ব্যাটিংয়ের সময় পায়ে চোট পেয়েছেন এই অলরাউন্ডার। যার ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করতে হয়েছে তাকে।

Advertisement

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসের ৩৪ ওভারের সিঙ্গেল নিতে গিয়ে ডান পায়ে চোট পান মাহমুদউল্লাহ। চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই ফিজিওকে ডাকেন তিনি। ফিজিও অনেকক্ষণ থাকার পরেও ব্যাথা কমেনি তার।

ফলে বাকি সময়টা খোঁড়াতে খোঁড়াতে ব্যাট করতে হয় তাকে। যদিও খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ইনিংসের ৪৩তম ওভারে গুলাবাদিন নায়েবের ডেলিভারিতে ৩৮ বলে ২৭ রান করেন এই ব্যাটসম্যান।

চোটের পর বিশ্রামে থাকার জন্য পরের ইনিংসে আর ফিল্ডিংয়েই নামতে পারেননি মাহমুদউল্লাহ। তার বদলে ফিল্ডিংয়ে নামানো হয় সাব্বির রুম্মনকে। তবে পুরো ইনিংস পর্যন্তই ফিল্ডিং করতে হবে তাকে। কেননা ম্যানেজমেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে আজকের ম্যাচে আর মাঠে নামতে পারবেন না মাহমুউদুল্লাহ।

Advertisement

এএইচএস/এসএএস