টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক ব্যাংক কর্মকর্তার বাসায় চুরির অভিযোগে ওই বাসার গৃহপরিচারিকা নুরভানুকে (৩৮) দুদিনের রিমান্ডে নিয়েছে সখীপুর থানা পুলিশ।
Advertisement
শনিবার পাঁচদিনের রিমান্ড চেয়ে দুই বছরের দুধের শিশু সন্তানসহ গ্রেফতারকৃত নুরভানুকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, উপজেলার চতলবাইদ গ্রামের বর্তমানে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শৌখিন মোড় এলাকার ফরিদের স্ত্রী নুরভানু বেগম দুই সপ্তাহ আগে মধুমতি ব্যাংকের সখীপুর শাখার কর্মকর্তা (ক্যাশ) বিউটি আক্তারের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজে যোগ দেন।
গত মঙ্গলবার ব্যাংকে যাওয়ার আগে কৌশলে নুরভানু ওই কর্মকর্তার ভ্যানিটি ব্যাগ থেকে আলমারির চাবি সরিয়ে রাখেন। কর্মকর্তার স্বামী ব্যবসায়ী ওয়াদুদ হোসেন সকালে ছেলেকে স্কুলে দিয়ে ব্যবসার কাজে অন্যত্র চলে যান। এ সময় চাবি দিয়ে আলমারি খুলে ৮-১০ ভরি স্বর্ণালঙ্কার, ২০-২৫টি মূল্যবান শাড়ি, নগদ ১০ হাজার টাকা চুরি করে পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার ওই ব্যাংক কর্মকর্তা সখীপুর থানায় মামলা করলে ওইদিন রাতেই দুই বছরের সন্তানসহ নুরভানুকে উপজেলার চতলবাইদ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে চুরি হওয়া ছয় আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও একটি আংটি উদ্ধার করা হয়।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও সখীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, চুরি মামলায় নুরভানুকে দুইদিনের রিমান্ডে আনা হয়েছে। চুরি যাওয়া কিছু স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে। বাকিগুলোও উদ্ধারের চেষ্টা চলছে। এজন্য তাকে রিমান্ডে আনা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস