দেশজুড়ে

মানিকগঞ্জে প্রতারক চক্রের ৫ সদস্য আটক

ফেরিতে জুয়ার আসর বসিয়ে যাত্রীদের সর্বস্ব লুটকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ। এ সময় চাপাতি, রামদাসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।আটকরা হলেন, রাজবাড়ি জেলার উত্তর দৌলতদিয়া গ্রামের আবেদ আলীর মালতের ছেলে মো. জামাল মালত (৪৫), মৃত বিলাত আলীর ছেলে মনাক্কার প্রামাণিক (৪৩), ময়েজ উদ্দিন বিশ্বাসের ছেলে আলাউদ্দিন বিশ্বাস (৪৩), একই উপজেলার ইদ্রিসপাড়া গ্রামের কছিমদ্দিন মন্ডলের ছেলে আমজাদ মন্ডল (৩০) এবং দক্ষিণ দৌলতদিয়া গ্রামের মৃত হাতেম আলী সরদারের ছেলে আব্দুর রউফ সরদার (৪০)।শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে মঙ্গলবার রাত আড়াইটার দিকে অভিযান চালানো হয়। এ সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামে একটি ফেরি থেকে ৫টি দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়। চক্রটি দীর্ঘ দিন ধরে ফেরিতে জুয়ার আসর বসিয়ে প্রতারণার মাধ্যমে যাত্রীদের সর্বস্ব লুটে নিতো বলে ওসি জানান। তিনি আরো জানান, আটকদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।এসএস/এমএস

Advertisement