বিশ্বে শিশুমৃত্যুর হার কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ইউনিসেফ বলছে, গত পঁচিশ বছর আগের তুলনায় বিশ্বে শিশুমৃত্যুর হার কমেছে ৫৩ শতাংশ। ১৯৯০ সালে পাঁচ বছরের নীচে ১ কোটি ২৭ লাখ শিশু প্রতিবছর মারা যেত যেখানে ২০১৫ সালে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র ৬০ লাখে।তবে সাহায্য সংস্থাগুলো বলছে, এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে। কারণ শিশুমৃত্যুর হার দুই-তৃতীয়াংশের নীচে নামিয়ে আনার জাতিসংঘের লক্ষ্য এখনো অর্জিত হয়নি।ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক গীতা রাও গুপ্তা বলেন, এটি নিঃসন্দেহে অনেক বড় অর্জন। কিন্তু এখনো অনেক শিশু এমন সব রোগে মারা যাচ্ছে, যা প্রতিরোধ করা সম্ভব। তাই এখনো আমাদের অনেক কাজ করতে হবে।ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন পাঁচ বছরের নীচে ১৬ হাজার শিশু মারা যাচ্ছে। এদের বেশিরভাগ অপুষ্টি, নিউমোনিয়া, ডায়রিয়া বা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। এদের অন্তত ৪৫ শতাংশই একমাস পূর্ণ হওয়ার আগেই মারা যাচ্ছে। সাহারা মরুভূমির আশেপাশের দেশগুলোর শিশুরাই সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে রয়েছে।যেসব দেশে শিশুমৃত্যুর হার রোধে অগ্রগতি অর্জন করেছে তার মধ্যে বাংলাদেশও রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের এই শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। -বিবিসিআরএস/এমএস
Advertisement