খেলাধুলা

টিপটিপ বৃষ্টি, ১০ মিনিট বিলম্বে হবে টস

দুঃসংবাদ নয়। তবে খুব ভাল খবরও নেই। ঘড়ির কাঁটা সকাল নয়টা ছোঁয়ার পর থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছে সাউদাম্পটনে। তবে সেটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র ফোটা (ঝিরঝিরে) এবং একটু সময় নিয়ে নিয়ে। এমন বৃষ্টিতে অবশ্য দু’দলের প্র্যাকটিস চলছিল। এখনো চলছে।

Advertisement

পূর্বাভাসে ২০ ভাগ বৃষ্টির সম্ভাবনার কথা বলা ছিল এবং সকাল ১১টা থেকে ১২টা নাগাদ আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার কথা। এতক্ষণ উইকেট হুপার কভার এবং ৩০ গজ সাদা কভারে ঢাকা ছিল। সবে মাত্র তোলা হচ্ছে সেগুলো।

টিভি আলোচকরা প্রেস বক্সের সামনে মাঠেই অলোচনায় ব্যস্ত। এই মাত্র প্রেস বক্সে স্কোরার জেমস অ্যান্ডারসন জানালেন, টস হবে ১০ মিনিট পর।

আর নতুন করে বৃষ্টি না পড়লে টস ও খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে। মানে স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে টস হবে। আর খেলাও শুরু হবে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর, স্থানীয় সময় সকাল ১০ টা ৪০ মিনিটে, বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪০ মিনিটে।

Advertisement

এআরবি/আইএইচএস