ছাত্রদলের কাউন্সিলের জন্য ঘোষিত তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
Advertisement
আজ (সোমবার) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীদের পক্ষে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের সঙ্গে সিনিয়র নেতারা আলোচনা করবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলোচনা করবেন.. তারপর নতুন করে সিদ্ধান্ত নিতে হবে এবং ঘোষিত তফসিল বাতিল করে পুনরায় নতুন তফসিল ঘোষণা করতে হবে। তা না হলে আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। আর এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য ‘সিন্ডিকেট’ দায়ী থাকবে।
মুন্না বলেন, ‘আমরা বিশ্বাস করি তারেক রহমান আমাদের দাবি বিবেচনা করবেন। আমাদের সঙ্গে কথা বলবেন।’
Advertisement
কেএইচ/এনএফ/পিআর