শিক্ষা

বিএসআইএসসি কলেজ ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

ঢাকায় বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বিএসআইএসসি) একটি ভবন উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

Advertisement

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার কলেজ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান। উদ্বোধন শেষে দেশ-জাতির অগ্রগতি ও সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। সেনাবাহিনী প্রধানসহ উপস্থিত সবাই মোনাজাতে অংশগ্রহণ করেন।

এর আগে, প্রধান অতিথি কলেজ প্রাঙ্গণে এসে পৌঁছলে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মির্জা এজাজুর রহমান তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

উল্লেখ্য, বিএসআইএসসি ২০০১ সালে তার পদযাত্রা শুরু করে। ইংরেজি মাধ্যমে ‘ও ’এবং ‘এ’ লেভেল এবং ইংরেজি ভার্সনে (জাতীয় শিক্ষাক্রম) এসএসসি পর্যন্ত সব পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে ভালো ফলাফলের স্বাক্ষর রেখে আসছে। মানসম্মত শিক্ষাদানের অঙ্গীকার নিয়ে চলতি বছর প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যক্রমের অনুমোদন লাভ করে।

এমইউ/জেডএ/এমকেএইচ