খেলাধুলা

লর্ডসে বসে খেলা দেখছেন প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে পাকিস্তান। খেলাটি অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

Advertisement

৬ ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান কেবল আফগানিস্তানের উপরে, নয় নম্বর স্থানে। এই ম্যাচে হারলে আসর থেকে পাকিস্তানের বিদায় পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে। এই ম্যাচটি তাই পাকিস্তানের জন্য বিশাল গুরুত্বপূর্ণ।

আজ লর্ডসে তারা মুখোমুখি হয়েছে প্রোটিয়াদের বিপক্ষে। পাকিস্তানের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে বসে খেলা দেখছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে সুলেমান খান। ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে কয়েকজনের সঙ্গে দেখা যায় তাকে। এক ভিডিওতে খবরটি জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি।

এই ম্যাচ দেখতে সুলেমান খানের সঙ্গে মাঠে হাজির হয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কামার বাজওয়া ও পিসিবির সভাপতি এহসান মানিও। বিশ্বকাপে পাকিস্তানের বাকি তিন ম্যাচ নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে। আগামি ৫ই জুলাই লর্ডসে টাইগারদের মু্খোমুখি হবে তারা।

Advertisement

ভিডিও দেখতে ক্লিক করুন

আইএইচএস/পিআর