দেশজুড়ে

রামগতিতে ৭ হাজার মিটার জাল ধ্বংস

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে জালগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়।এর আগে মঙ্গলবার বিকেলে মেঘনার চরআবদুল্লাহ, লুধুয়া ঘাটসহ কয়েক স্থানে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। এর আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা।বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, নদীতে অভিযান চালিয়ে অবৈধ জালগুলো জব্দ করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মৎস্য সংরক্ষণ আইন ১৩ (খ) ধারা মোতাবেক অবৈধ জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।কাজল কায়েস/এসএস/এমএস

Advertisement