খেলাধুলা

ম্যাচ হেরে হৃদয় ভেঙেছে ক্যারিবিয়ানদের

বল হাতে দুই উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ৮২ বলে করলেন ১০১ রান। এমন পারফরম্যান্সের পরও ম্যাচ শেষে মাথা নিচু করে মাঠ ছেড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কার্লোস রিকার্ডো ব্র্যাথওয়েট। শনিবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের যে তীরে এসে তরি ডুবেছে! মাত্র ৫ রানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। সেঞ্চুরির পরও ম্যাচ জিততে না পারায় ব্র্যাথওয়েট বলেছেন, ‘এটা হৃদয় ভেঙে যাওয়ার মতো ঘটনা।’

Advertisement

২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের স্কোর এক পর্যায়ে ছিল ৭ উইকেটে ১৬৪ রান। সেখান থেকে ক্যারিবিয়ানদের ম্যাচে ফিরিয়েছিল ব্র্যাথওয়েটের ঝড়ো ইনিংসটি। ৬ বল বাকি থাকতে ব্র্যাথওয়েট আউট হন ২৮৬ রানে। ওয়েস্ট ইন্ডিজ তখন জয় থেকে মাত্র ৫ রান দূরে ছিল।

‘এটা অত্যন্ত হতাশাজনক যে, ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেও ম্যাচটা জিততে পারিনি। সত্যি আমার হৃদয় ভেঙে গেছে। জয়ের এতটা কাছে গিয়েও হারতে হলো। আমাদের সবারই আত্মবিশ্বাস ছিল যে পারবো। কেমার রোচ ও কটরেল লোয়ার অর্ডারে ভালো ব্যাটিং করেছেন। সব মিলিয়ে আমরা জয়ের অবস্থাতেই ছিলাম’- বলেছেন ওয়েস্ট ইন্ডিজের সেঞ্চুরিয়ান।

যার হাতে ক্যাচ হয়ে আউট হয়েছেন সেই ট্রেন্ট বোল্টের প্রসঙ্গ টেনে ব্র্যাথওয়েট বলেছেন, ‘সে (ট্রেন্ট) নিউজিল্যান্ডের একজন তারকা খেলোয়াড়। দুর্দান্ত ফিল্ডিং করেছেন তিনি, যা আমাদের চাপের মধ্যে ফেলেছিল। তবে ব্যক্তিগতভাবে আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম। কঠোর পরিশ্রমও করেছিলাম; কিন্তু সেঞ্চুরিটা কাজে আসেনি। আসলে ম্যাচ জিততে না পারলে শতরানের কোনো মূল্যই থাকে না।’

Advertisement

আরআই/আইএইচএস/পিআর