আইন-আদালত

দুধ নিয়ে বিএসটিআইয়ের ওপর আদালতের ক্ষোভ

বাজারে বিক্রি হচ্ছে- এমন সব দুধের মান যাচাই করতে গৃহীত পদক্ষেপগুলো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কাছে জানতে চেয়েছিলেন আদালত। তবে আদালতকে বিএসটিআই জানায়, তারা ১৮টি ব্র্যান্ডকে দুধ বিক্রির অনুমোদন দিয়েছেন। এর বাইরে অন্যান্য দুধের পরীক্ষা করার এখতিয়ার তাদের নেই। বিএসটিআইয়ের এমন জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

Advertisement

রোববার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বিএসটিআই আদালতে জানায়, আমরা মোট ১৮টি পাস্তুরিত দুধের মান যাচাই করে অনুমোদন দিয়েছি, বাকি যেসব দুধ বাজারে বিক্রি হচ্ছে সেগুলো পরীক্ষার এখতিয়ার নেই বিএসটিআইয়ের।

বিএসটিআইয়ের কথা শুনে ক্ষোভ প্রকাশ করেন আদালত। আদালত বলেন, আপনারা প্রতিষ্ঠানের লাইসেন্স পরীক্ষা করতে পারেন, ১৮টির অনুমোদন দিতে পারেন আর বাকিগুলো যাচাই করতে পারবেন না- এটা কী ধরনের কথা?

Advertisement

এদিকে ঢাকা মহানগরে লাইসেন্স ছাড়া কেউ দুধ ও দই কারা বিক্রি করে কি না- সে বিষয়ে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বিএসটিআইকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও এই ১৮টি প্রতিষ্ঠান বাদে বাকি যারা দুধ বিক্রি করছে সেগুলো ভবিষ্যতে বাজার তুলে দেয়ার আদেশ দেয়া হবে বলেও জানান আদালত।

বিএসটিআইয়ের অনুমোদন দেয়া ১৮টি দুধের ব্র্যান্ড হচ্ছে- ইছামতি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস (পিওর), ড্যানিস ডেইরি ফার্ম লিমিটেড (অ্যাইরান), ব্র্যাক ডেইরি (আড়ং ডেইরি-১), আকিজ ফুড অ্যান্ড বেভারেজ (ফার্ম ফ্রেস মিল্ক), আমেরিকান ডেইরি লিমিটেড, বাংলাদেশ দুগ্ধ উদপাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্ক ভিটা), আফতাব মিল অ্যান্ড মিল্ক প্রোডাক্টস (আফতাব), শিলাইদহ ডেইরি (আলট্রা), তানিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস (তানিয়া-২০০ গ্রাম), তানিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস (তানিয়া-৫০০ গ্রাম), ঈগলু ডেইরি লিমিটেড (ঈগলু), প্রাণ ডেইরি (প্রাণ মিল্ক-১), বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডস (ডেইরি ফ্রেস), উত্তরবঙ্গ ডেইরি (মিল্ক ফ্রেস), প্রাণ ডেইরি লিমিটেড (প্রাণ মিল্ক-২), আকিজ ফুড অ্যান্ড বেভারেজ (ফার্ম ফ্রেস মিল্ক), রাফি অ্যান্ড ব্রাদার্স (কাউ হেড পিওর মিল্ক), ব্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রোজেক্ট (আড়ং ডেইরি-২)।

এআর/এফএইচ/বিএ/জেআইএম

Advertisement