আন্তর্জাতিক

পাকিস্তানে বিনিয়োগে কাতার-সৌদির প্রতিযোগিতা

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি শনিবার দু’দিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছে উঁচু পর্যায়ের একটি প্রতিনিধিদল। এতে কাতারের কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাও রয়েছেন।

Advertisement

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে কাতারি আমির এ সরকারি সফরে এসেছেন। কাতারের আমির পাকিস্তানে পৌঁছানোর আগে পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুর রহমান আলে সানি ইসলামাবাদে পৌঁছান এবং তাকে অভ্যর্থনা জানান পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

ইসলামাবাদ সফরের সময় কাতারি আমির পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে বৈঠক করবেন। কাতারি আমির দু’দেশের মধ্যে জোরালো ও লাভজনক অর্থনৈতিক সম্পর্কে গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করবেন। এছাড়া বেশকিছু সমঝোতা স্মারক এবং চুক্তি সই হবে। এতে দু’দেশের মধ্যে সহযোগিতা শক্তিশালী হবে।

চলতি সপ্তাহের প্রথম দিকে পাক প্রধানমন্ত্রী সামাজিক যোগযোগের মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, সফরের সময় কাতারি আমির পাকিস্তানে দুই হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেবেন।

Advertisement

এর আগে সৌদি আরব পাকিস্তানে দু’হাজার একশ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। কাতারের আমির ২০১৫ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলেন। পার্সট্যুডে।

এসআইএস/জেআইএম