ধর্ম

এক মালয়েশিয়ানের ইসলামি জাদুঘর দেখলেন মাহাথির

মাহাথির মোহাম্মদ। আধুনিক মালয়েশিয়ার জনক। সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়েছেন তিনি। ইংল্যান্ডের তিন দিনের সফরে তিনি ইসলামি বিশ্বের ‘আল-বুখারি ফাউন্ডেশন গ্যালারি মিউজিয়াম’ পরিদর্শন করেছেন। এক মালয়েশিয়ানের ব্যক্তি উদ্যোগে জাদুঘরের ইসলামি গ্যালারি প্রতিষ্ঠিত।

Advertisement

ব্রিটিশ মিউজিয়ামের উপপরিচালক কজনাথন উইলিয়ামস মাহাথির মোহাম্মদকে ইসলামের সমৃদ্ধ ঐতিহ্য প্রতিফলিত গ্যালারিতে উপস্থাপিত শিল্পসমূহের বর্ণনা দিয়েছেন।

আরও পড়ুন > ভুল ঈদ পালনে ১৬০ কোটি রিয়াল কাফফারা সৌদির!

আল বুখারি ফাউন্ডেশন গ্যালারি ব্রিটিশ মিউজিয়ামের সাথে সংযুক্ত ইসলামি ঐতিহ্যের শিল্পসমূহ প্রদর্শন করা হয়েছে।

Advertisement

আল-বুখারি ফাউন্ডেশনের আওতায় ইসলামিক ঐতিহ্য ও শিল্পের মোট দুইটি হল রয়েছে। এতে প্রথম হিজরি থেকে বর্তমান পর্যন্ত আফ্রিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন ইসলামিক শিল্পসমূহ প্রদর্শন করা হয়েছে।

উল্লেখ্য যে, ‘আল-বুখারি ফাউন্ডেশন’ মালয়েশিয়ার একটি অলাভজনক দাতব্য সংগঠন। মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোখতার এটি প্রতিষ্ঠা করেছেন।

এমএমএস/জেআইএম

Advertisement