জাগো জবস

ডিএমপিতে ৭ হাজার ১৩৯ পদে চাকরি

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) নতুন ৭ হাজার ১৩৯ জন সদস্য নিয়োগ করা হবে বলে জানা গেছে। ডিএমপি সূত্রে জানা যায়, ৭ হাজার ১৩৯টি পদের মধ্যে ৮৯টি ক্যাডার পদ স্থায়ীভাবে এবং অন্যান্য ৭ হাজার ৫০টি পদ অস্থায়ীভাবে সৃষ্টি করেছে সচিব কমিটি। সূত্র আরও জানায়, ১টি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ২টি যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি), ১১টি উপ-পুলিশ কমিশনার (এসপি), ৪০টি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ৩৫টি সহকারী পুলিশ কমিশনার (এএসপি), ১৬০টি ইন্সপেক্টর, ১ হাজার ৫০টি এসআই, ১২০টি সার্জেন্ট, ১ হাজার ১০০টি এএসআই (নিরস্ত্র), ১০০টি (সশস্ত্র), ১৫টি এটিএসআই, ১০০টি নায়েক, ৪ হাজার ৩২৮টি কনস্টেবল, ১টি অ্যাসিসটেন্ট প্রোগ্রামার, ১টি অ্যাসিসটেন্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, ১টি অ্যাকাউন্টস অফিসার, ১৫টি কম্পিউটার অপারেটর, ১০টি সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১টি হিসাবরক্ষক, ৪টি ক্যাশিয়ার, ১৫টি অফিস সহায়ক, ১০টি বাবুর্চি ও ১৯টি পরিচ্ছন্নতাকর্মী পদের কথা উল্লেখ করা হয়েছে। এরমধ্যে অফিস সহায়ক, বাবুর্চি ও পরিচ্ছন্নতা কর্মী পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করার কথা রয়েছে।গত সপ্তাহে ঢাকা মহানগরের নতুন ৭ হাজার ১৩৯ জন পুলিশ সদস্যের জনবল প্রস্তাবে সম্মতি দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি। জনপ্রশাসন ও অর্থ বিভাগের পর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি এতে সম্মতি দেওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে। এরপরই নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত প্রক্রিয়া শুরু করবে ডিএমপি। # আজকের সাধারণ জ্ঞান : ০৯ সেপ্টেম্বর ২০১৫# ৪৫৫ পদে জনবল নেবে গণপূর্ত অধিদপ্তর# জনবল নেবে বাংলাদেশ পুলিশ# যমুনা ফিউচার পার্কে চাকরি# ইউএনও’র কার্যালয়ে চাকরি# শিক্ষকতা করতে চাইলে# রিগস মার্কেটিংয়ে চাকরির সুযোগ এসইউ/এমএস

Advertisement