জাতীয়

পুলিশে চাকরি দেয়ার নামে অনেককে নিঃস্ব করেছেন তারা

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা সেজে পুলিশে চাকরি দেয়ার নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা করে আসছিল সংঘবদ্ধ একটি প্রতারকচক্র। তাদের পাতানো ফাঁদে পড়ে ইতোমধ্যে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী ও তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে। গোপন সূত্রে খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।

শুক্রবার (২২ জুন) দুপুরে নগরের চকবাজার থেকে ওই দুই ভুয়া পুলিশকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হাটহাজারী উপজেলার ভবানীপর এলাকার সুকেন্দ বিকাশ দাশের ছেলে চিরঞ্জীব দাশ প্রকাশ রঞ্জীব (৫৬) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকার আলতাফ হোসেনের ছেলে দুলাল আহম্মেদ ওরফে শাহ আলম (৫৫)।

Advertisement

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, একাধিক অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শুক্রবার দুপুরে দুই ভুয়া পুলিশের অবস্থান নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। চকবাজার গোলজার টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আবু আজাদ/বিএ/এমএস