শেষ পাঁচ মিনিটের ঝলকে মান বাঁচালো ফিফা র্যাংকিংয়ের শীর্ষে থাকা দল আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ দিকে দুর্দান্ত খেলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনোর শিষ্যরা। আর্জেন্টিনার হয়ে গোল করেন দলের সেরা দুই তারকা সের্জিও আগুয়েরো এবং লিওনেল মেসি।নিউইয়র্কের এটিএন্ডটি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। কিন্তু ধারার বিপরীতে ম্যাচের ১৯ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পরে তারা। ডি বক্সের মাঝে মেক্সিকোর রাউল হের্নান্দেজকে ফাউল করেন নিকোলাস ওতামেন্দি। ফলে পেনাল্টি পায় মেক্সিকো। আর তা থেকে গোল আদায় করে নিতে কোন ভুল করেননি জেভিয়ার হার্নান্দেজ। পিছিয়ে পরার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টাইনরা। কিন্তু মেসি-তেভেজদের ব্যর্থতায় তা থেকে কোন সুবিধা আদায় করতে পারেনি। উল্টো ৭০ মিনিটে আবার গোল খেয়ে বসে তারা। মেগুয়েল লায়ুনের আড়াআড়ি বল থেকে দারুণ শটে বল জালে জড়ান হেক্টর হেরেরা। ৭৬ মিনিটে কার্লোস তেভেজের পরিবর্তে সের্জিও আগুয়েরোকে নামান মার্টিনো। আর তখনই খেলার ধারা পুরোপরি বদলে যায়। ৮৫ মিনিটে সের্জিও আগুয়েরো ব্যবধান কমান । আরেক বদলি খেলোয়াড় ইজেকুয়েল লাভেজ্জির ক্রস থেকে আলতো টোকায় বল জালে জড়ান এই ম্যানচেস্টার সিটি তারকা। চার মিনিট পর লিওনেল মেসির গোলে ম্যাচে সমতা ফেরে আর্জেন্টিনা। আগুয়েরোর হাওয়ায় ভাসানো বল চমৎকারভাবে বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই বার্সা তারকা। এরপর আর গোল না হলে শেষ পর্যন্ত ২-২ গোলের সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।আরটি/এআরএস/এমএস
Advertisement