দলকে সুসংগঠিত এবং তাদের ঐক্য অটুট রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন বিএনপি নবাগত স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
Advertisement
তিনি বলেছেন, ‘আমরা স্থায়ী কমিটিতে এমন কিছু কর্মসূচি নির্ধারণ করব যাতে আমাদের দল সুসংগঠিত থাকে এবং ঐক্যবদ্ধ থাকে।’
গত ১৯ জুন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য হিসেবে বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম ঘোষণা হয়। তারপর স্থায়ী কমিটির সদস্য হিসেবে শনিবার ছিল তাদের অভিষেক কর্মসূচি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা স্থায়ী কমিটির সদস্য হিসেবে কার্যক্রম শুরু করেন।
বেলা সাড়ে ১১টার দিকে স্থায়ী কমিটির নতুন দুইজনকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
Advertisement
পরে সাংবাদিকদের কাছে বেগম সেলিমা রহমান বলেন, ‘আমরা তৃণমূল পর্যায়ে রাজনীতি করে এসেছি। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ খালেদা জিয়াকে মুক্ত করা।’
তিনি বলেন, ‘আমরা স্থায়ী কমিটিতে এমন কিছু কর্মসূচি নির্ধারণ করব যাতে আমাদের দল সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ থাকে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,আব্দুল মান্নান তালুকদার, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
কেএইচ/এনডিএস/জেআইএম
Advertisement