সারাদেশে চাষবাদের জন্য উন্মুক্ত হচ্ছে ধানের নতুন পাঁচটি ও গমের একটি জাত। গত ১৯ জুন এ জাতগুলো জাতীয় বীজ বোর্ডের (এনএসবি) ৯৯তম সভায় ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।
Advertisement
সভায় কৃষি সচিব মো. নাসিরুজ্জামান সভাপতিত্ব করেন। সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ইনব্রিড ধানের ৩টি জাত (ব্রি ধান-৯০, ব্রি ধান-৯১, ব্রি ধান-৯২), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ইনব্রিড ধানের একটি জাত (বিনা ধান-২২), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ইনব্রিড ধানের একটি জাত (রাবি ধান-১), বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ইনব্রিড গমের ১টি জাত (ডব্লিউএমআরআই গম-১) ছাড়করণের সুপারিশ করেছে বীজ বোর্ড।
অনুমোদিত জাতের গড় ফলন ও জীবনকাল এবং বৈশিষ্ট্য তুলে ধরে বলা হয়, ব্রি ধান-৯০ (আমন) এর হেক্টর প্রতি উৎপাদন ৫ দশমিক শূন্য ৭ টন ও জীবনকাল ১১৭ দিন। এটি হালকা সুগন্ধিযুক্ত ধান, এটি ব্রি ধান-৩৪ এর চেয়ে ২২ দিন আগাম। এক হাজারটি পুষ্টধানের ওজন প্রায় ১২ দশমিক ৭ গ্রাম। ৯টি স্থানে ট্রায়ালে মাঠ মূল্যায়ন দল ৯টি স্থানেই জাতটিকে ছাড়করণের পক্ষে মতামত দিয়েছেন।
হেক্টর প্রতি ব্রি ধান-৯১ (আমন) এর গড় ফলন ২ দশমিক ৩৬ টন, গড় জীবনকাল ১৫৬ দিন। এ ধান অগভীর বন্যাপ্রবণ (১ মিটার পর্যন্ত) অঞ্চলে চাষাবাদের উপযোগী। এক হাজারটি পুষ্টধানের ওজন প্রায় ২৬ গ্রাম। গাছের গড় উচ্চতা ১৮০ সে.মি. এবং গোড়া মোটা হওয়ায় হেলে পড়ে না। দানার রং হালকা লালচে বাদামী ও চাল মাঝারি মোটা।
Advertisement
৯টি স্থানের ট্রায়ালে মাঠমূল্যায়ন দল চারটি স্থানে ছাড়করণের পক্ষে এবং ৫টি স্থানে বিপক্ষে মতামত দিয়েছে।
ব্রি ধান-৯২ (বোরো) এর গড় ফলন ৮ দশমিক ৪৪ টন। গড় জীবনকাল ১৬৫ দিন। চাল ব্রিধান-২৯ এর চেয়ে লম্বা ও চিকন। কম পানিতে ব্রি ধান-২৯ এর চেয়ে বেশি ফলন দিতে সক্ষম। এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় ২৩ দশমিক ৪ গ্রাম। ব্রি ধান-৯২ এর কাণ্ডশক্ত, পাতা হালকা সবুজ এবং ডিগপাতা চওড়া। ধানের ছড়া লম্বা ও ধান পাকার সময় ছড়া ডিগপাতা উপরে থাকে।
৯টি স্থানের ট্রায়ালে মাঠ মূল্যায়ন দল ৭টি স্থানে ছাড়করণের পক্ষে এবং ২টি স্থানে বিপক্ষে মতামত দিয়েছে।
বিনা ধান-২২ (আমন) এর গড় ফলন ৬ দশমিক ২ টন। গড় জীবনকাল ১১৫ দিন। গাছ শক্ত বলে হেলে পড়ে না। আমন ও বোরো উভয় মৌসুমে চাষ করা যায়। এক হাজারটি পুষ্ট ধানের ওজন ২৫ দশমিক ২ গ্রাম। ৮টি স্থানের ট্রায়ালে মাঠ মূল্যায়ন দল ৮টি স্থানে ছাড়করণের পক্ষে মতামত দিয়েছে।
Advertisement
রাবি ধান-১ (আমন) এর গড় ফলন ৫ দশমিক ৭৮ টন। গড় জীবনকাল ১৩০ দিন। শীষ থেকে ধান ঝরে পড়ে না। ঢলেপড়া বিএলবি এবং ব্লাস্ট রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। ভাত ঝরঝরে। ৭টি স্থানের ট্রায়ালে মাঠ মূল্যায়ন দল ৭টি স্থানেই ছাড়করণের পক্ষে মতামত দিয়েছে।
ডব্লিউএমআরআইগম-১ এর হেক্টর প্রতি ফলন ৩ দশমিক ৯০ টন। মেয়াদকাল ১০৫-১১২ দিন। এ জাত উচ্চফলনশীল, আগাম ও তাপসহনশীল জাত। এক হাজার দানার ওজন ৫২ থেকে ৬০ গ্রাম। পাতার দাগ রোগ এবং মরিচা রোগ প্রতিরোধী। জাতটি খাটো হওয়ায় সহজে হেলে পড়ে না।
আরএমএম/আরএস/জেআইএম