বিনোদন

পুরনো খেলনার বিনিময়ে তারকাদের সঙ্গে সেলফি

‘তোমাদের খেলনা’ শীর্ষক কর্মসূচির সমাপনী পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার (১৩ সেপ্টেম্বর) । এই পর্বেও থাকছে ব্যতিক্রমী আয়োজন। এবার পুরনো খেলনা উপহার দিয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকাদের সঙ্গে সেলফি তোলার সুযোগ নিতে পারবেন যে কেউ। রাজধানী ঢাকার গুলশান-১-এ ডিসিসি মার্কেটের পাশে দ্য মুগল কিচেনে মিলবে এই সুযোগ। রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ আয়োজনে তারকাদের মধ্যে থাকছেন সঙ্গীত শিল্পী সাদী মুহম্মদ, তপু, মিথিলা ও ব্যান্ড শিরোনামহীনের সদস্যরা। থাকবেন অভিনয়শিল্পী তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। আরো থাকছেন মডেল পিয়া, চিত্রনায়ক জায়েদ খান ও জাতীয় দলের অধিনায়ক ফুটবলার মামুনুল ইসলাম।এই আয়োজন বিষয়ে এক্স-ক্যাডেট ফোরামের সামাজিক কর্মসূচির দলনেতা ফিদা হক বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের পাশে যাতে সমাজের সুবিধাপ্রাপ্ত অংশ বিশেষ নজর দেয়, তার জন্যেই আমাদের বিশেষ কর্মসূচি। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীতে পরিসর আরো বাড়ানোর ইচ্ছে আছে।’আমাদের দেশে সামাজিক বৈষম্য স্পষ্ট। ক্ষুদ্র একটি অংশ নানা ভোগ-বিলাসের মধ্য ডুবে থাকে। আবার সমাজের বড়ো একটি অংশ মৌলিক চাহিদা পূরণ করতেই প্রতিনিয়ত জীবন সংগ্রামে লিপ্ত থাকে। এ বিষয়টি ভাবিয়ে তুলেছে দেশের এক্স-ক্যাডেটদের বৈশ্বিক সংগঠন এক্স-ক্যাডেট ফোরাম- ইসিএফকে। এই জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে তারা। সুবিধাপ্রাপ্ত শিশুদের পুরনো খেলনা সংগ্রহ করে সুবিধাবঞ্চিত শিশুদের কাছে পৌঁছে দিচ্ছেন এক্স-ক্যাডেটরা। ‘তোমাদের খেলনা’ শীর্ষক এই উদ্যোগে ইতিমধ্যে দারুণ সাড়া মিলেছে। সংগৃহীত খেলনা থেকে এরইমধ্যে একটি অংশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবারের (৬ সেপ্টেম্বর) সেই আয়োজনে ৬০০ শিশু জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের হাত থেকে খেলনাগুলো পেয়েছে।এআরএস/এমএস

Advertisement