দেশজুড়ে

সুনামগঞ্জসহ ৫ জেলায় পরিবহন ধর্মঘট স্থগিত

সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধ করার দাবিতে সুনামগঞ্জসহ দেশের ৫ জেলায় ২৪ জুন ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।

Advertisement

শুক্রবার রাতে সার্কিট হাউজে এক জরুরি মতবিনিময় সভায় এ ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিদ।

এ সময় ছিলেন উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক সজীব আলী, সিলেট বিআরটিসি ডিপু ম্যানেজার জুলফিকার আলীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সভায় জানানো হয়, বিআরটিসি বাস নিজস্ব প্রতিনিধির মাধ্যমে কাউন্টার বসানো হবে। এছাড়া সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলে সময়ের ক্ষেত্রে সমন্বয় করা এবং সিলেট-সুনামগঞ্জ সড়কে পরিবহন মালিক শ্রমিক সমিতি তাদের বাসের উন্নত করার সহমত প্রকাশ করেন।

Advertisement

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আমরা কোনো রকমের সহিংসতা চাই না। সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চালু করা হয়েছে জনগণের ভালোর জন্য। আমরা চাই সবাই একত্রে কাজ করুক। পরিবহন মালিক শ্রমিকরা কয়েকটি দাবি পূরণে ধর্মঘটের ডাক দিয়েছিলেন এবং সেটি স্থগিত করেছেন। জনগণের ভালোর কথা চিন্তা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

গত ১৩ জুন সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস বন্ধ করার দাবিতে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। প্রথমে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলেও পরে তা ২৩ তারিখ পরিবর্তে ২৪ জুন থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।

মোসাইদ রাহাত/জেএইচ

Advertisement