ক্যাম্পাস

বেরোবিতে আবাসিক হল খুলছে অক্টোবর

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অক্টোবরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রদের জন্য প্রথম আবাসিক হল (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) খুলে দেয়া হচ্ছে বলে জানা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ কমলেশ চন্দ্র রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হল চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।হল প্রশাসন ও বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ছয়তলা বিশিষ্ট হলের ৬৮টি কক্ষে ২৪৪টি আসন থাকলেও শিক্ষার্থীদের কথা চিন্তা করে এর বিপরীতে ৩৭০ জনকে বরাদ্ধ দেয়া হয়েছে। আসন বরাদ্ধ পাওয়া শিক্ষার্থীদের আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ব্যাংক বুথে বিভিন্ন ফি বাবদ ২৮০০ টাকা জমা দেয়ার জন্যও বলা হয়েছে।এদিকে হলের আসন বরাদ্ধের সংবাদটি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের স্ট্যাটাসে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে চরম উত্তেজনা।বহু কাঙ্ক্ষিত হলে আসন বরাদ্ধ পাওয়াটা বড় কথা নয় হলের আসন বরাদ্ধের তালিকা প্রকাশ হওয়াতেই যেন তৃপ্তি আসন বঞ্চিত শিক্ষার্থীদের। হলের সহকারী প্রাধ্যক্ষ বকুল কুমার চক্রবর্তী জানান, আসন বরাদ্ধের ক্ষেত্রে প্রধানত একাডেমিক ফলাফলের উপর এবং সিনিয়র শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ কমলেশ চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, আগের হল প্রশাসন হল চালুর চেষ্টা করেছেন। হয়ত আমরাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চালু করতে যাচ্ছি।উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রোলকে জোড়-বিজোড় ভাগে বিভক্ত করে বিজোড় রোলধারীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এবং জোড় রোলধারীদের শহীদ মুক্তার এলাহী হলে আবেদন করতে বলা হয়। অপরদিকে শহীদ মুক্তার এলাহী হলে সাক্ষাৎকারের জন্য ১৩ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষার্থীদের ডাকা হয়েছে।এসএস/এমএস

Advertisement