ফিচার

বাণী-বচন : ০৯ সেপ্টেম্বর ২০১৫

গণতন্ত্রএকমাত্র গণতন্ত্রই পৃথিবীকে নিরাপদ করে তুলতে পারে। – উইলসনযে দেশে গণতন্ত্র নেই, সে দেশে নিরাপত্তাও নেই। – জে. আর. লওয়েলদেশে সর্বজনীন শিক্ষার প্রয়োজন। শিক্ষা ছাড়া গণতন্ত্র অচল। – ড. মুহম্মদ শহীদুল্লাহগণতন্ত্রের বিরুদ্ধে একমাত্র সৈনিকই জয়ী হতে পারে। – ডব্লু জি মার্কেলভেজাল গণতন্ত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে লজ্জাহীন জিনিস। – অ্যাডমন্ড বার্ক বচনহাতে যদি নাই ধন,দশে হও এক মন।অর্থ : কোন বড় কাজ একা সমাধা করতে না পারলে, সকলে মিলিত হও, অর্থাভাব থাকবে না-এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/এমএস

Advertisement