অর্থনীতি

এইচআর টেক্সটাইলের ৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এইচআর টেক্সটাইলের ৫০ কোটি টাকার ফিক্সড রেট কর্পোরেট বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Advertisement

বৃহস্পতিবার বিএসইসির ৬৯০তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে বলে নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ বছর মেয়াদী এ বন্ডের বৈশিষ্ট্য নন-কনভার্টেবল ও ফিক্সড রেট কর্পোরেট বন্ড। ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে বন্ডটি। যা ব্যাংক, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউস, অনিবাসী বাংলাদেশি এবং সাধারণ জনগণের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এইচআর টেক্সটাইলের উৎপাদন ব্যবস্থার উন্নয়ন ও উচ্চহারের ঋণ পরিশোধ করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

Advertisement

বন্ডটির ট্রাস্টি হিসাবে রয়েছে ইসি সিকিউরিটিজ এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

এমএএস/এএইচ/এমএস