খেলাধুলা

উরুগুয়েকে রুখে দিলো জাপান

অতিথি দল হিসেবে কোপা আমেরিকায় খেলতে এসে প্রথম ম্যাচেই চিলির কাছে বিধ্বস্ত হয় এশিয়ার প্রতিনিধি জাপান। হারে ৪-০ গোলে। অনেকে ধরে নিয়েছিল উরুগুয়ের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচেও হারতে চলেছে হাজিমে মরিয়াসুর ছাত্ররা। কিন্তু পোর্তো অ্যালেগ্রেতে হারার বদলে উল্টো সবাইকে চমকে দিল জাপান। শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে তারা।

Advertisement

আজ (শুক্রবার) বাংলাদেশ সময় ভোরে কোপা আমেরিকায় গ্রুপ 'সি' এর ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী উরুগুয়েকে বিপক্ষে ২-২ গোলে ড্র করে জাপান। ভাগ্য সহায় থাকলে হয়তো জয় নিয়েও মাঠ ছাড়তে পারতো এশিয়ার পরাশক্তিরা। তবে দুইবার এগিয়ে যেয়েও পূর্ণ ৩ পয়েন্ট পাওয়া হয়নি তাদের।

ম্যাচে প্রথম গোল হয় ২৫ মিনিটে। মিডফিল্ডার গাকু শিবাসাকির পাসে দুরহ কোণ থেকে ডান পায়ের কিকে গোল করেন জাপানকে এগিয়ে দেন কোজি মিয়োশি। কিন্তু ৭ মিনিটেই সেই গোল শোধ করে দেয় উরুগুয়ে। ডি-বক্সের ভেতর এডিনসন কাভানিকে প্রতিপক্ষ খেলোয়াড় ফাউল করায় উরুগুয়ে পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেন বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

প্রথমার্ধে আর গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়েই টানেলে ফেরে জাপান-উরুগুয়ে। বিরতির পর ফের লা সেলেস্তেদের বিপক্ষে লিড নেয় ব্লু সামুরাইরা। এবারও গোলদাতা সেই কোজি মিয়াশো। ৫৯ মিনিটে বাঁ-পায়ে নেয়া ফ্রি-কিক থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন এই মিডফিল্ডার।

Advertisement

তবে সেই লিড ফের ৭ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি কাওয়াশিমা, শিবাসাকিরা। হারের শঙ্কায় মধ্যে থাকা উরুগুয়েকে এবার ম্যাচে ফেরান হোসে জিমেনেজ। শেষে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল।

এ ড্রয়ে এখনো শেষ আটে পৌঁছাবার আশা জিইয়ে রাখল জাপান। অন্যদিকে ১ পয়েন্ট পেয়ে চিলিকে টপকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো উরুগুয়ে। তাদের কোয়ার্টার অনেকটাই নিশ্চিত এখন।

এসএস/এমএস

Advertisement