নটিংহ্যামের এই ট্রেন্টব্রিজ মাঠ ব্যাটসম্যানদের জন্য বরাবরই স্বর্গ। এখানে ওয়ানডের বিশ্বরেকর্ড ৪৮১ রান হয়েছিল, ৬ উইকেটেই এই রান তুলেছিল ইংল্যান্ড।
Advertisement
সেইসঙ্গে এই মাঠে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটিও ইংল্যান্ডেরই দখলে। ২০১৫ সালের জুনে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ সামলে ৩৫০ রান তাড়া করেছিল ইংল্যান্ড।
সে রান তাড়ায় ইংলিশরা মাত্র ৩টি উইকেট হারিয়েছিল। জয় নিয়ে মাঠ ছাড়ার সময় ওভার হাতে ছিল ৬টি। বোঝাই যাচ্ছে, ট্রেন্টব্রিজের এই উইকেটে রান হওয়াটাই স্বাভাবিক।
বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়ার ৩৮২ রানের লক্ষ্যটা হয়তো একটু বেশিই হয়ে গেছে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। বাংলাদেশের জন্য কাজটা কঠিন হলেও অসম্ভব নয় নিশ্চয়ই।
Advertisement
আগের ম্যাচেই তো ওয়েস্ট ইন্ডিজের ৩২২ রান বাংলাদেশ তাড়া করে ফেলেছিল ৪১.৩ ওভারে। আরও একবার টাইগারদের কাছ থেকে এমন ব্যাটিং দেখার আশায় থাকতেই পারেন ভক্ত-সমর্থকরা।
এমএমআর/পিআর