দেশের অন্যতম মোবাইল পেমেন্ট সিস্টেম বিকাশ ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে এখন ই-ক্যাব সদস্যরা ১ দশমিক ৫ শতাংশ চার্জে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহারের পাশাপাশি বিকাশের এপিআই ব্যবহারের সুবিধা পাবেন।রাজধানীর গুলশানে বিকাশ হেড অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন এবং ই-ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের হেড অব বিজনেস সেলস গোলাম আঞ্জুমানারুল ইসলাম, অ্যাকাউন্ট ম্যানেজার এম-কমার্স নিয়াজ মোর্শেদ খান ও ই-ক্যাবের ডিরেক্টর সেজান সামস, ডিরেক্টর (কমিউনিকেশনস) আসিফ আহনাফ, চেয়ারম্যান রিসার্চ স্ট্যান্ডিং কমিটি আফজাল হোসেন, নির্বাহী পরিচালক ফেরদৌস হাসান সোহাগ ও বিজনেস ট্র্যাকার্স-বিডি’র শরিফুল আলম।আরএম/বিএ
Advertisement