জাতীয়

এ কে হাইস্কুলের অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রাজধানীর দনিয়া শ্যামপুরে অবস্থিত এ কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১০ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার ৯৩২ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং এক কোটি ৩১ লাখ ১১ হাজার ৮৮৩ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস-বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে এ মামলা করা হয়।

Advertisement

বৃহস্পতিবার রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলাটি করেন। দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি করা হয়।

এর আগে ২০১৭ সালের ৭ জুন অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার কাছে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। ওই বছরের ৪ জুলাই কমিশনের সচিব বরাবর সম্পদ বিবরণী দাখিল করেন তিনি। দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে মামলাটি করা হয়।

দুর্নীতির অভিযোগ ওঠায় অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে প্রতিষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

Advertisement

এমইউ/এমএআর/পিআর