প্রত্যেক আইনজীবীকে বছরে অন্তত একটি মামলা বিনামূল্যে পরিচালনা করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। মঙ্গলবার সুপ্রিম কোর্টের অডিটরিয়ামে লিগ্যাল এইড সেবার উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জনারেল মাহবুবে আলম এবং ইউএসএইড-এর মিশন ডিরেক্টর জেনিনা জারুজেলেস্কি। স্বাগত বক্তব্য দেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মালিক আব্দুল্লাহ আল আমিন।প্রধান বিচারপতি বলেন, স্বচ্ছল বিচারপ্রার্থীরা তাদের পক্ষে সিনিয়র আইনজীবী নিয়োগের সামর্থ রাখেন। কিন্তু দরিদ্ররা অনেক ক্ষেত্রেই তা পারেন না। আমি মনে করি এটা এক ধরনের বৈষম্য। লিগ্যাল এইড কমিটি ও উন্নয়ন সহযোগীদেরকে বিষয়টিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি।তিনি আরো বলেন, দেশে প্রায় ৩০ লাখ মামলা বিচারাধীন। এর মধ্যে প্রায় শতকরা ৬০ ভাগ মামলা জমি সংক্রান্ত বিরোধে সৃষ্টি। বিচারক ও আইনজীবীদের লিগ্যাল এইড সম্পর্কে জ্ঞানের ঘাটতি রয়েছে। এটা দূর করতে হবে। একই সঙ্গে তিনি ভারতের লিগ্যাল এইড সার্ভিসের বিভিন্ন দিক তুলে ধরেন। যেসব আসামি কারাগারের কনডেম সেলে বন্দি আছেন, কিন্তু আইনজীবী নিয়োগ দেয়ার মতো আর্থিক সামর্থ নেই তাদের মামলাগুলো লিগ্যাল এইড কমিটি গুরুত্বের সঙ্গে দেখবেন। প্রত্যেক মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করেন। সুতরাং বিচারপ্রাপ্তির ক্ষেত্রেও তার সমান অধিকার থাকা উচিত।লিগ্যাল এইড সিস্টেম একটি চ্যারিটি, কিন্তু যারা অসহায় তাদের জন্য এই সেবা পাওয়া একটি অধিকার। মামলা পরিচালনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নূন্যতম ফি রয়েছে, লিগ্যাল এইড কমিটি ও সুপ্রিম কোর্ট সংশ্লিষ্টদেরকে বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান প্রধান বিচারপতি। এসময় লিগ্যাল এইড সিস্টেমে সহযোগিতার জন্য উন্নয়ন সহযোগীদের প্রশংসা করেন তিনি।লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যরা হলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট এসএম মোক্তার খোকন, রাজিউদ্দিন সারোয়ার, আইনুন নাহার সিদ্দিকা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক, সহকারি অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা, জাতীয় আইনগত সহায়তা সংস্থার ডেপুটি পরিচালক রকিবুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার সাব্বির ফয়েজ।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার বক্তব্যে বলেন, আইনজীবীদের মানসিকতা পরিবর্তন করতে হবে। অন্যথায় সাইনবোর্ড লাগিয়ে সেবা দেয়া যাবে না।এফএইচ/এএইচ/বিএ
Advertisement