বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভার হিসেবে ২০৩০ সালের মধ্যে সামগ্রীক দারিদ্রের হার আরও ১৫% বেড়ে যাবে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশে জলবায়ু অর্থায়ন ও সুশাসন : প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।এছাড়া সমুদ্র স্ফীতিজনিত লবনাক্ততা এবং তাপামাত্রার ঊর্ধ্বগতির ফলে ২০৫০ সালের মধ্যে ধান এবং গমের উৎপাদন যথাক্রমে ৮% এবং ৩২% হ্রাস পেতে পারে বলেও জানানো হয়।মতবিনিময় সভায় এর প্রতিবেদন তুলে ধরেন জলবায়ু অর্থায়ন ও সুশাসন চ্যালেঞ্জ এর সমন্বয়ক মো: জাকির হোসেন খান।টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এড.সুলতানা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান প্রমূখ।
Advertisement