রাজধানীর গ্রিনরোডে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। অভিযানের শুরুতে গ্রিনরোড মোড়ের একটি ফার্মেসিতে তিন মাস আগে মেয়াদ শেষ হওয়া ওষুধ পাওয়া গেছে।
Advertisement
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় শুরু হয় এই অভিযান। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযানের শুরুতে একটি ফার্মেসিতে সানম্যান-বারডেম ফার্মার এসবি মেট-৮৫০ নামের একটি ওষুধের বাক্সে দেখা যায়, এর মেয়াদ ২০১৯ সালের মার্চে শেষ হয়েছে। তিন মাস পেরিয়ে গেলেও ওষুধটি এখনও দোকানে রাখা হয়েছে। এ ধরনের আরও ওষুধ পাওয়া গেছে ফার্মেসিতে।
অভিযানের বিষয়ে সারোয়ার আলম বলেন, অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে। সম্প্রতি হাইকোর্টের এক আদেশে ফার্মেসি থেকে মেয়াদউত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।
Advertisement
এআর/বিএ/জেআইএম