বিনোদন

চলচ্চিত্রে ২৯ বছর, নিউ ইয়র্কে সম্মানিত ওমর সানী

আশির দশকের শেষ দিকে চলচ্চিত্রে পা রাখেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। নব্বই দশকে তার জনপ্রিয়তার শুরু। মৌসুমী, শাবনূরদের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা।

Advertisement

দেখতে দেখতে ক্যারিয়ারের ২৯ টি বসন্ত পার করে দিয়েছেন তিনি। এখন আর অভিনয়ে আগের মতো নিয়মিত নন। মাঝেমধ্যে তার দেখা মেলে রুপালি পর্দায়। স্ত্রী প্রিয়দর্শিনী মৌসুমী ও পুত্র-কন্যা নিয়ে সুখের সংসারেই কেটে যায় দিনগুলো।

এদিকে দীর্ঘদিনের অভিনয় জীবনে অনেক স্বীকৃতি ও সাফল্যের মুকুটে নতুন করে আরও একটি পালক যোগ হলো ওমর সানীর। সম্প্রতি তিনি আমেরিকান বাংলাদেশ প্রেসক্লাব কর্তৃক একটি সম্মাননা পেয়েছেন।

চলচ্চিত্রে ২৯ বছরের ক্যারিয়ারের জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আমেরিকান বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাগর। তিনি বলেন, ‘ওমর সানীর অনেক সিনেমাই নব্বই দশক মাতিয়ে রেখেছিলো। ‘লাট সাহেবের মেয়ে’, ‘দোলা’, ‘কে অপরাধি’, ‘গরীবের রানী’, ‘হারানো প্রেম’ ছবিগুলো তার অনন্য উদারহরণ।

Advertisement

অভিনয়ের বাইরে তিনি একজন সজ্জন মানুষ। একজন সফল প্রেমিক ও স্বামী, সফল বাবাও। তার মতো অভিনেতাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত বোধ করছি। আমেরিকান বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে ওমর সানী ও মৌসুমী দম্পতির জন্য শুভকামনা রইলো।’

এদিকে এই সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত ওমর সানী। তিনি বলেন, ‘আজ আমার অভিনয় জীবনের বড় একটি সার্থকতা। আমার ২৯ বছরের চলচ্চিত্র জীবনের স্মরণীয় ঘটনাও বলা যায়। অভিনয়ের জন্য এই সম্মাননা পেয়েছি।

আমি ধন্যবাদ জানাই আমেরিকান বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাগর ভাইকে ধন্যবাদ জানাই।’

এর আগে জাতিসংঘের শুভেচ্ছা দূত ও বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা মৌসুমীকেও আজীবন সম্মাননা দিয়েছে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব। এ সম্মাননা দেয়ার পাশাপাশি মৌসুমীকে ক্লাবের সম্মানিত সদস্য পদও প্রদান করা হয়।

Advertisement

এমএবি/এলএ/জেআইএম