খেলাধুলা

নটিংহ্যামে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, টাইগার একাদশে দুই পরিবর্তন!

গতকাল (বুধবার) দলের অনুশীলনে বেশ মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে দেখা যায় সাব্বির রহমান রুম্মনকে। এর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা বলে যান, 'আজ আমাদের ঐচ্ছিক অনুশীলন। যার মনে হয়েছে, এসেছে। যার মনোবল আছে, মানসিক প্রস্তুতিটা ঠিক আছে সে আসার প্রয়োজন মনে করেনি।'

Advertisement

আগের দিন প্র্যাকটিসে তাই সাব্বিরের গভীর অনুশীলন সকলের মনে খটকা জাগাচ্ছিল। অনেকক্ষণ নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছিলেন সাব্বির রহমান। পরে জানা গেল, ইনজুরি সমস্যায় ভুগছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিন ফিল্ডিং করার সময় চোট পান তিনি। যে কারণে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত তিনি। যদি শেষ পর্যন্ত ইনজুরির কারণে মোসাদ্দেকের মাঠে নামা না হয় তবে কপাল খুলতে যাচ্ছে সাব্বিরের। মোসাদ্দেকের স্থলাভিষিক্ত হবে তিনি।

এদিকে গতকাল ইনজুরি সমস্যায় ভোগা দলের আরেক ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন অনুশীলনই করেননি। তবে তিনি ঠিক কিসের ইনজুরিতে ভুগছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিশ্বকাপের আগে পিঠের ব্যথায় ভুগছিলেন তিনি। কেউ জানাচ্ছে এই পিঠে ব্যথার কারণেই আজ খেলা হবে না তার। আবার টিম ম্যানেজমেন্টের একটি সূত্রে জানা গেছে, হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন সাইফউদ্দিন।

আজ সকালে তাই ফিটনেস টেস্ট দিতে হচ্ছে এই পেস বোলিং অলরাউন্ডারকে। টিম হোটেলে অথবা মাঠে ফিটনেস টেস্ট দিতে হবে তাকে। একমাত্র ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারলেই শেষ পর্যন্ত একাদশে টিকে যাবেন তিনি। নতুবা পেসার রুবেল হোসেনকে অন্তর্ভুক্ত করা হবে মূল একাদশে।

Advertisement

এদিকে ম্যাচ ভেন্যু নটিংহ্যামে সকাল থেকেই চমৎকার আবহাওয়া। রোদ্রজ্জ্বল সকালের দেখা মিলেছে। কোথাও কোনো মেঘ নেই। মৃদু বাতাস বইলেও, বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে, আজ বৃষ্টির সম্ভাবনা মাত্র ৩০ শতাংশেরও কম। সুতরাং, ভক্ত-সমর্থকরা নিশ্চিন্তে থাকতেই পারেন। যথাসময়ে খেলা শুরু হয়ে তা নির্বিঘ্নে শেষ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

এআরবি/এসএস/জেআইএম