নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি মাকড়শার ছবি। ছবিটি একটি ছোট আকারের প্রাণীকে (পসাম) গিলে খাওয়ার দৃশ্য। এটি ধারণ করেছেন এক পর্যটক দম্পতি।
Advertisement
ঘটনাটি ঘটেছে দ্বীপরাষ্ট্র তাসমানিয়ায়। সম্প্রতি দেশটিতের ঘুরতে গিয়েছিলেন এই দম্পতি। সেখানে তারা উঠেছিলেন মাউন্ট ফিল্ড ন্যাশনাল পার্কের একটি গেস্ট হাউজে।
সেই গেস্ট হাউজে তাদের কক্ষেই এ দৃশ্যের অবতারণা হয়। সেই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন তারা। তারপর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতেই ভাইরাল হয়ে যায়।
ভাইরাই হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ছোট আকারের একটি পসামকে গিলে খাচ্ছে একটি তাসমানিয়ান মাকড়শা। আর একটা মাকড়শার পসাম খাওয়া দেখে চোখ মাথায় উঠেছে নেটিজেনদের।
Advertisement
অস্ট্রেলিয়া মিউজিয়ামের অ্যারাকনোলজি বিভাগের ম্যানেজার গ্রাহাম মিলেজ এক সংবাদ মাধ্যমকে বলেন, এ ঘটনা সত্যিই বিরল। হান্টম্যান মাকড়শ টিকটিকি ও ব্যাঙ খেয়ে থাকে। কিন্তু স্তন্যপায়ী গোত্রের প্রাণীরা তার ডায়েটে সচরাচর পড়ে না।
পসাম হলো ইঁদুরের মতো দেখতে এক ধরনের প্রাণী। যা অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে দেখতে পাওয়া যায়।
বিএ/জেআইএম
Advertisement